• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জামায়াতের প্রার্থীদের অযোগ্য ঘোষণার দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিলের হাইকোর্টের রুলের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে একটি সংগঠন নির্বাচন কমিশনে (ইসি) আসে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে মিছিল ও শ্লোগান দিয়ে নির্বাচন কমিশন ভবনে অবস্থান নেন তারা।

এসময় ‘যুদ্ধাপরাধী দলের প্রার্থিতা বাতিল চাই, ‘বাংলাদেশে রাজাকারের ঠাঁই নাই ঠাঁই’, ‘মহামান্য হাইকোর্টের রিটের প্রেক্ষিতে জামায়াতের ২৫ প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে প্রার্থিতা বাতিল চাই, করতে হবে’ বলে শ্লোগান দিতে থাকে। পরে নির্বাচন কমিশন ভবন এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ বলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমিটির প্রেসিডেন্ট হুমায়ুন কবির, বলেন, ১৯৭১ এ বিরূপ ভূমিকার জন্য অপরাধী দল আখ্যায়িত করে দেশের কোনও শীর্ষপদে স্বাধীনতা বিরোধীদের থাকা উচিত নয় বলে মত জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অথচ একটি রাজনৈতিক জোটের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর ২৫ নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানাচ্ছি।