• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ ডিসেম্বর ২০১৮, ১১:০২

জার্মানির রাজধানী বার্লিনে এক বাংলাদেশি ব্লগারকে তার আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক মৃত্যুর শিকার হওয়ার ওই লেখিকার নাম তমালিকা সিংহ। তিনি ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন এবং অর্পিতা রায়চৌধুরী নামে লেখালেখি করতেন। খবর ডয়েচে ভেলের।

বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাসার গোসলখানা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। সেখানে উপস্থিত একজন চিকিৎসক তমালিকাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃতের পরিবার চাইলে মরদেহ দেশে নেয়ার ব্যাপারে সহায়তার আশ্বাসও দিয়েছে দূতাবাস।

লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’ও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনেও মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে। তিনি বলেন, আমরা আমাদের ‘নির্বাসিত লেখক' ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত। যেহেতু পুলিশের তদন্ত এখনেও অব্যাহত রয়েছে, তাই এই বিষয়ে আমরা আর কোনও মন্তব্য করতে পারছি না।

বাংলাদেশের আরেক নির্বাসিত ব্লগার জোবায়েন সন্ধি এবং তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন। তিনি জানান, সিংহর সঙ্গে তার ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সবশেষ ১২ ডিসেম্বর তাদের কথা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, পেন জার্মানি এখন অবধি বেশ কয়েকজন বাংলাদেশি ব্লগার এবং লেখককে জার্মানিতে নির্বাসিত জীবনযাপনে সহায়তা করেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লেখক হুমায়ুন আজাদ। তাকে ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
রহস্যজনক মৃত্যু পর্ন তারকা সোফিয়া লিওনের
আশ্রয়প্রার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে জার্মানি
জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ
X
Fresh