DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪০
আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর তার ওয়েবসাইটে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এমন তথ্য জানিয়েছে।

পূবার্ভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় 'ফেথাই' উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দূর্বল হয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ এবং সর্বশেষে লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।

আগামী ২৪ ঘন্টায় রাতে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পাশাপাশি দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ সকালে ঢাকায় আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। বিকেলে ছিল ৯০ শতাংশ। 

আবহাওয়া অফিস আরও বলছে, ২০ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত ও এরপর শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে।

আজ দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার।

এমসি/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়