• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তিনদিনের মধ্যে জামায়াত প্রার্থীর বিষয়টি নিষ্পত্তির নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জামায়াত প্রার্থীদের বিষয়ে তিন কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন হাইকোর্ট। তরিকত ফেডারেশনের মহাসচিবসহ ৪ জনের রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে এ নির্দেশ দেন হাইকোর্ট।

এবার নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে ধানের শীষ প্রতীকে ২২ জন ও স্বতন্ত্রভঅবে তিনজন অংশ নিয়েছেন।

আজ (মঙ্গলবার) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রিট শুনানি শেষে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৭ ডিসেম্বর) তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এই রিটটি দায়ের করেন। এদিন রিটটির পক্ষে আংশিক শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। পরে মঙ্গলবার সকালে ফের এই রিটের শুরু হয়।

রিটে নির্বাচন কমিশন,প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের আমীর,সেক্রেটারি জেনারেলসহ ২৫ প্রার্থীকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ নেতাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া বাকি তিনজন জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh