• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে পুলিশকে ইসির চিঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের আইজিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশন থেকে।

এতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা-হয়রানি, গ্রেপ্তারের বিষয়ে জোটের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে তা নির্বাচন কমিশনকে জানাতে বলা হয় চিঠিতে।

নির্বাচন কমিশনের উপসচিব আবদুল হালিম খান সই করা চিঠিতে এ কথা বলা হয়।

এর আগে, গেল শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে এক চিঠিতে প্রার্থীদের নিরাপত্তা দিতে ইসিকে অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠির কপি পুলিশের আইজির কাছে পাঠিয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দলের পক্ষ থেকে যে চিঠি ইসিকে দেয়া হয়েছে, ওইসব চিঠি পুলিশের কাছে পাঠানো হয়েছে।

জেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh