• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রিজার্ভ ট্যাঙ্কে প্রাণ গেল দুই শিশুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসার পানির রিজার্ভ ট্যাঙ্কে পরে হাবীব (৩) ও মারিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাসার সামনে মারিয়া ও হাবিব খেলছিল। সন্ধ্যার দিকেও তারা বাসায় না ফেরায় সন্ধান শুরু হয়। পুরো এলাকাতেই তাদের খোঁজ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসার পানির রিজার্ভ ট্যাঙ্কের ঢাকনা খোলা পাওয়ায় সন্দেহের সৃষ্টি হলে লোকজন সেখানে টর্চ লাইটের আলো জ্বেলে শিশু দুটিকে ট্যাঙ্কের ভেতর ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে শ্যামলী শিশু হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলী জানান, বিকেলে বাসার পাশে খেলার সময় দুই শিশু পানির হাউজে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানির হাউজে তাদের দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মারিয়া ও হাবিবের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh