• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসী কল্যাণে মোশাররফ, ধর্মে মোজাম্মেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯

পদত্যাগ করা টেকনোক্র্যাট চার মন্ত্রীর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।

তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন।

চার টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি। পদত্যাগপত্র জমা দেয়ার এক মাসেরও বেশি সময় পর গত রোববার তাদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রাজাকারদের মুক্তি দিয়েছেন জিয়া’
‘দুই ভাগে হচ্ছে রাজাকারের তালিকা’
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
X
Fresh