• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিইসিসহ পাঁচ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:১৪

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন হাইকোর্টের নির্দেশে বহাল থাকে। কিন্তু নির্বাচন কমিশন সে নির্দেশ অমান্য করে নিবন্ধন না থাকার কারণ দেখিয়ে তাদের মনোনয়ন বাতিল করে এ দলের প্রার্থীদের। আদালতের এ নির্দেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ কমিশনার এবং কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ(সোমবার) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চএ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও কমিশন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

প্রসঙ্গত ২০০৮ সালের ১৬ নভেম্বর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে নিবন্ধন দিয়েছিল ইসি। কিন্তু ওই নিবন্ধন বাতিল করে গত ৪ অক্টোবর চিঠি পাঠায় ইসি।

১৬ অক্টোবর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করে ইসির দেয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।

আরসি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
X
Fresh