• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রার্থিতা ফিরে পেতে এবার হাইকোর্টে হাওলাদার, জাহিদ, দুলু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:০৬

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব ও পার্টি চেয়ারম্যানের নবনিযুক্ত বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট করেন তিনি। এছাড়া বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুও হাইকোর্টে রিট করেছেন।

রুহুল আমিন হাওলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। ঋণখেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।

এই আদেশের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। ৭ ডিসেম্বর শুনানি নিয়ে ইসিও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুহুল আমিন হাওলাদার।

আজ রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রুহুল আমিনের আইনজীবী আবিদ চৌধুরী।

বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন ময়মনসিংহ-৪, রুহুল কুদ্দুস নাটোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
জাতীয় ঈদগাহে ফিলিস্তিনি‌দের জন্য দোয়া
ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দিতে নির্দেশ হাইকোর্টের
X
Fresh