• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করলো চীন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৮, ১৩:৪২

এখন থেকে চীনে অন অ্যারাইভাল ভিসা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা। ঢাকায় চীনা দূতাবাস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কোনও ব্যক্তির জরুরি মানবিক কারণ, ব্যবসা, সংস্কার কাজ, ভ্রমণ বা অন্যান্য জরুরি প্রয়োজন হলে এই পোর্ট এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

কিছু শর্ত পূরণ সাপেক্ষে তাকে চীন ভ্রমণে এই ভিসা দেয়া হবে। এ ধরনের ভিসার মেয়াদ হবে ৩০ দিন।

এ ব্যাপারে ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই বলেছেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে পোর্ট এন্ট্রি ভিসা বা ভিসা অন অ্যারাইভাল চালু করা হয়েছে।

‘চীনের বর্হিগমন বা আগমন নিয়ন্ত্রণ আইনে নির্দিষ্ট কোনও দেশের ওপর পোর্ট এন্ট্রি ভিসা বা ভিসা অন অ্যারাইভালে বিধি-নিষেধ নেই। তবে এ ধরনের ভিসা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। বাংলাদেশিরাও এই ভিসার সুযোগ পাবেন’

তিনি বলেন, আইন অনুযায়ী কোনও ব্যক্তি জরুরি মানবিক কারণে, জরুরি ব্যবসায়ী বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমন্ত্রিত হলে অথবা অন্য কোনও জরুরি প্রয়োজনে এবং চীনভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় পর্যটক হিসাবে আসতে চাইলে পোর্ট এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ধরনের ভিসা ইস্যুর জন্য স্টেট কাউন্সিল চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে।

বেইজিং, গুয়াংজু, কুনমিংসহ চীনের ২৭টি বিমানবন্দরে পোর্ট এন্ট্রি ভিসা সুবিধা পাওয়া যাবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
X
Fresh