• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৮, ২১:২২

দেশে অনলাইন যোগাযোগমাধ্যম স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না। আজ সোমবার থেকে অনলাইন এ সেবা ব্যবহার করা যাচ্ছে না। অভিযোগ উঠেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি) স্কাইপে বন্ধ করে দিয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি স্বীকার করছে না। তবে গ্রাহকেরা জানিয়েছেন এটি ব্যবহার করতে পারছেন না। বর্তমানে বাংলাদেশে স্কাইপির সব সেবা বন্ধ রয়েছে।

স্কাইপি সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটে যুক্ত হয়ে পরস্পরের সাথে ভয়েস, ভিডিও এবং তাৎক্ষণিক বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারে। একজন স্কাইপি ব্যবহারকারী অন্য স্কাইপি ব্যবহারকারীকে বিনামূল্যে কল করতে পারে।

২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ এবং সুইডেনের নিকলাস জেনস্ট্রম স্কাইপি প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে মাইক্রোসফট কর্পোরেশন ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে স্কাইপি লিমিটেডকে কিনে নেয়।

তবে স্কাইপি বন্ধ করা হলেও ভিডিও কনফারেন্স করার মতো অন্যান্য অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।

এদিকে গত দুইদিন যাবৎ স্কাইপির মাধ্যমে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান। এবিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও আজ সোমবার ইসির পক্ষ থেকে বলা হয়েছে তাদের কিছুই করার নেই।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh