• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তারেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রযোজ্য নয়: ইসি সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৮, ১৬:৫২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে স্কাইপে বা প্রযুক্তি ব্যবহার করে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন, দেশে না থাকায় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রযোজ্য নয়, তাই এ বিষয়ে কমিশন কোন পদক্ষেপ নেবে না, বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ সোমবার বিকেলে কমিশনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনর (সিইসি) কেএম নূরুল হুদা সভাপতিত্ব করেন। বৈঠকে অন্যান্য কমিশনারসহ ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমান ইস্যু ছাড়াও রাজধানীর নয়াপল্টনে বিএনপি মনোনয়নপত্র বিক্রির সময় সংঘর্ষ ও পুলিশের গাড়িরে আগুন দেয়া নিয়ে আলোচনা হয়। সংসদ নির্বাচনের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, গতকাল রোববার আওয়ামী লীগ অভিযোগ করে যেহেতু তারেক রহমান কনভিকটেড, পলাতক ব্যক্তি, তাই এভাবে তিনি মনোনয়নপত্র যাচাই করতে পারেন না। আরেকটি ব্যাপার হলো হাইকোর্টের একটি নির্দেশনা আছে, লাইভে এসে তিনি এভাবে কথা বলতে পারেন না।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য : পাটমন্ত্রী
যে কারণে বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চান না কাদের সিদ্দিকী
লন্ডনে বসে বিএনপিকে ধ্বংস করছেন তারেক রহমান : নানক
‘তারেক রহমানের সাজা কার্যকরে উপযুক্ত সময়ে সব করবে সরকার’
X
Fresh