• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্যাস সংকট: রেস্টুরেন্টের কেনা খাবারই যখন ভরসা

জুবায়ের সানি, আরটিভি

  ১৮ নভেম্বর ২০১৮, ০৮:২৪

নানা উদ্যোগের পরেও রাজধানীজুড়ে গ্যাস সংকট কাটেনি। ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। জাতীয় গ্রিডে যুক্ত হওয়া, ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস’ বা এলএনজি সরবরাহে কারিগরি ত্রুটির কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে, তিতাস কর্তৃপক্ষ। তবে, সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হচ্ছে বলে জানিয়েছেন প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রতিষ্ঠানটি।

রাজধানীর হাতিরপুলের বাসিন্দা সালেহা খাতুন, পেশায় শিক্ষিকা। গ্যাস না থাকায় সকালে রান্না না করেই স্কুলে চলে যেতে হয়। তাই রেস্টুরেন্টের কেনা খাবারই তার পরিবারের ভরসা। তবে দিনের পর দিন কেনা খাবার খেয়ে শরীরের নানা সমস্যায় ভুগছেন তারা। এমন চিত্র প্রায় রাজধানীজুড়ে।

অন্যদিকে, গ্যাস সংকটের সুযোগে রেস্টুরেন্টগুলোর ব্যবসা জমজমাট। কথায় বলে, কারো পৌষ মাস, আর কারো সর্বনাশ।

এদিকে, সিএনজি চালকদের ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। গ্যাসের চাপ কম হওয়ায়, সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীরা।