• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হলি আর্টিজান হবে আবাসিক ভবন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৬, ১১:০১

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে গুলশানের আলোচিত হলি আর্টিজান রেস্তোঁরা। চলতি বছরের পয়লা জুলাই রাতে গুলশান দু’ নাম্বারের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি ও রেস্তোঁরায় দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। এ ঘটনায় মারা যান ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২জন।

এরপর থেকেই ভবনটি আইনশৃংখলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে।তবে গেল ১৩ নভেম্বর পুলিশ ভবনটি মূল মালিকের কাছে হস্তান্তর করে।

ভবন মালিক জানিয়েছেন রেস্তোঁরাকে আবাসিক ভবন হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে সেখানে থাকছে না হলি আর্টিজান রেস্তোঁরা। এখন চলছে ভবন সংস্কার কাজ।

অন্যদিকে এখনো বন্ধ রয়েছে পাশের লেকভিউ ক্লিনিক। ঢুকতে দেয়া হচ্ছে না সাংবাদিক বা সাধারণ মানুষ কাউকেই।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কারণে ওই এলাকা থেকে পুলিশ প্রত্যাহার করা হচ্ছে না। গোটা গুলশান এলাকাজুড়েই গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বেষ্টনী।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh