DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

যাত্রাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ নভেম্বর ২০১৮, ১১:৩৯ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৪:৫২
রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু ও একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম তাহসিন (৭) আর দগ্ধরা হলেন- আলমগীর (৩০), স্ত্রী কাজলি (২৪), ও সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৫) ও সুমনের ফুফু আতর বেগম (৭০)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠানো হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে এক শিশু মারা যায়। সকালে কেউ চুলায় আগুন জ্বালাতে গেলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়