• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘রিটার্নিং অফিসারের কথাই বলে দেয় সেনা মোতায়েন জরুরি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ নভেম্বর ২০১৬, ১৯:৩১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন কতটা জরুরি তা রিটার্নিং অফিসারের বক্তব্যেই ফুটে উঠেছে। মন্তব্য করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার বলেছেন, করপোরেশনের অন্তর্ভুক্ত সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সিটি নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এ রকম আশঙ্কা প্রকাশ করেন, তাহলে ভোটারদের মধ্যে নিশ্চয়ই উৎকণ্ঠা বাড়বে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ এমন একটি শহর, যেখানে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বেসরকারি দারোগার ভূমিকা পালন করে। এখানে শাসক দলের উদ্ধত, বেপরোয়া ক্যাডারদের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিস্তেজ হয়ে পড়ে অথবা তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) অভ্যন্তরে শাসকদলের সমর্থিত কর্মকর্তাদের নির্বাচনী কাজে লাগানো হয়। আর নির্বাচনী সন্ত্রাস মোকাবেলায় নির্বাচন কমিশন পিঠে ধাক্কা খাওয়ার ভয়ে এক পা এগুতে চান না।

এসময় তিনি পুলিশের সাথে সংঘর্ষে ময়মনসিংহে শিক্ষকসহ দু’জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

কে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh