• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের নামে খোলা ভুয়া ফেসবুক পেজ-চ্যানেল সরাতে নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ নভেম্বর ২০১৮, ০৯:২৫

বাংলাদেশ পুলিশের নাম ও লোগো ব্যবহার করে খোলা সব ভুয়া ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলকে সতর্ক করা হয়েছে।
গতকাল রোববার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কতা জানিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে ভুয়া পেজ ও চ্যানেল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে অননুমোদিতভাবে ও আনঅফিসিয়ালি খোলা ফেসবুক পেজ, চ্যানেল বা গ্রুপে প্রকাশিত সংবাদ বা পোস্টের কারণে নানারকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই অনিয়ন্ত্রিত এ সব ফেসবুক গ্রুপ, চ্যানেল ও পেজের অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং।

পোস্টে আরও বলা হয়, এটি স্পষ্ট করা প্রয়োজন যে, এসব গ্রুপ, চ্যানেল ও পেজ বন্ধ করে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। বরং আমরা এটি নিশ্চিত করতে চাই যে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ পুলিশ সম্পর্কিত সংবাদ ও তথ্যাদি প্রকাশ ও প্রচার করা যেতে পারে। সেই লক্ষ্যে সুষ্ঠু সমন্বয় ও কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট সব গ্রুপ, চ্যানেল ও পেজের অ্যাডমিনদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে এএসপি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং, পুলিশ হেডকোয়ার্টার্সের ফোন ০১৭৬৯৬৯১৫৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইতোমধ্যে যারা নাম ও বিবরণ পরিবর্তন করে পুলিশ হেডকোয়ার্টার্স এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ে সঙ্গে সমন্বয় সাধন করেছেন তাদের প্রতি ধন্যবাদও জানানো হয় বাংলাদেশ পুলিশের ওই ফেসবুক পোস্টে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh