• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোববারের গুরুত্বপূর্ণ সংবাদ

অনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর ২০১৬, ২২:৫৮

  • ‘পানি সম্মেলন ২০১৬’-এ যোগ দিতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।
  • নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রতিবেশি অন্যান্য দেশ ও মুসলিম বিশ্বকে একই আহ্বান জানান তিনি।
  • অবৈধ ভিওআইপি বন্ধে জোরদার অভিযান চলছে, চলবে। এক্ষেত্রে ইমো, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে না। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
  • ১ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
  • নারায়ণগঞ্জ সিটি নির্বাচন : আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ৮ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা।
  • সাংবিধানিক পদ না থাকায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানালেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লা।
  • ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দল থেকে বের করে দেয়ার নির্দেশ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
  • ব্যক্তি ও গোষ্ঠী পক্ষে কথা না বলে শহীদ ডা. মিলনের আদর্শে দেশ গড়ার আহবান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • প্রশাসনের ৩ স্তরে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়।
  • ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ; শিক্ষকসহ ২ জন নিহত।
  • অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী ও সন্তানদের ৩ বছরের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।
  • নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো।
  • বাগেরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য নিহত।
  • টেকনাফের শাহপরী দ্বীপে বিজিবি-মাদক ব্যবসায়ী গোলাগুলি, ৫ লাখ ইয়াবা উদ্ধার।
  • ৫ বছর মেয়াদি ভারতীয় ভিসা পাওয়ার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। জানালেন দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
  • শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে এএইচএফ হকি কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
  • বিপিএলে আসরের টানা চতুর্থ জয় তুলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো চিটাগাং ভাইকিংস। রংপুর রাইডার্সকে বিধ্বস্ত করলো ৯ উইকেটে।
  • অন্যম্যাচে বরিশাল বুলসকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুণরুদ্ধার করেছে ঢাকা ডায়নামাইটস।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh