• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘উনারা জনসভায়, আমরা রাস্তায় হাঁপাই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৮, ১৭:২১
ছবি-সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে সমাবেশ স্থলের আশপাশের বিভিন্ন অঞ্চলে এখন তীব্র যানজট। সমাবেশে আগত বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের চাপের কারণে সৃষ্ট হয়েছে এ যানজট।

আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বাংলামটর, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, পল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। নগরবাসীর এ দুর্ভোগ এখনও অব্যাহত আছে।

যদিও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের নিয়োগ করা হয়েছে।

ব্যানার-ফেস্টুন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে অংশ নেন। এজন্য যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সমাবেশস্থল কেন্দ্রীক যানজট ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।