• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোটার তালিকা হালনাগাদ শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৬, ১৩:৩৭

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। গেলো ২৫ নভেম্বর থেকে এ হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন।

সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ আব্দুল্লাহ।

আসছে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে না। তবে যাদের বয়স ১৮ হয়েছে তারা নিজ উপজেলা কিংবা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হতে পারবেন।

সচিব জানান, সারাদেশে ভোটারদের হাতে স্মার্ট কার্ড বিতরণ চলছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর অভিযোগের বিষয়ে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, আসছে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক। এর পর পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

২০০৮ সালে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রণীত হয়। ওই সময় ৮ কোটি ১০ লাখের বেশি নাগরিককে তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেয়া হয়। এরপর ৪ বার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।

সবশেষ হালনাগাদ অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh