• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডা. মিলন, যার রক্তে আসে গণতন্ত্র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৬, ১১:১২

আজ ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে সামরিক জান্তার পেটোয়া বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সন্নিকটে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।

তার মৃত্যুর মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অল্প কয়েক সপ্তাহের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটে। তার মৃত্যুকে মহান আত্মত্যাগ হিসেবে গণ্য করা হয়।

এই শোকাবহ ঘটনার স্মরণে ১৯৯১ সাল থেকে প্রতি বছর ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস উদযাপিত হয়ে আসছে। ডা. মিলনদের রক্তের বিনিময়েই আসে আজকের গণতন্ত্র।

পেশায় চিকিৎসক শামসুল আলম খান মিলন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক। ছিলেন তৎকালীন বিএমএর নির্বাচিত যুগ্ম সম্পাদক, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষও।



এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh