• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইভিএম এর বিধান রেখে আরপিও সংশোধনীর অধ্যাদেশ জারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৮, ২১:৪৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

বুধবার রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

এই অধ্যাদেশ জারি হওয়ায় আগামী নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার আইনি সকল সুযোগ তৈরি হলো। এখন থেকে আইনটি কার্যকর হবে এবং পরবর্তীতে সংসদে এটি অনুমোদন করা হবে।

এছাড়া সংশোধনী আরপিও অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করার সুযোগ, ১২ ডিজিটের টিআইএন সনদ দাখিলের বিধান রয়েছে।

সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ অধিবেশন বসবে ২ মে
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
ইভিএমে আঙুলের ছাপ মিলছে না, ভোট দিতে পারছেন না বয়স্করা
X
Fresh