• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্মার্টকার্ড নিয়ে এতো ভোগান্তি কেন?

আতিকা রহমান, আরটিভি

  ৩০ অক্টোবর ২০১৮, ২২:১১

স্মার্টকার্ডের ভুল নিয়েও ভোগান্তিতে পড়ছেন অনেক মানুষ। ভুক্তভোগীরা বলছেন নাম-জন্ম তারিখে ভুল থাকায় দাপ্তরিক নানা কাজে অসুবিধা হচ্ছে। সে সঙ্গে সংশোধন করতে গিয়েও হয়রানি হতে হচ্ছে। এনআইডি বিভাগের মহাপরিচালক বলছেন, জাতীয় পরিচয়পত্রে ভুল থাকায়, স্মার্টকার্ডেও ভুল হচ্ছে। এগুলো ঠিক করতে সংশোধনের জন্য আলাদা বিভাগ চালু করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে নয় কোটি নাগরিকের কাছে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার কথা জানান তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে জাতীয় পরিচয়পত্রকে কেন্দ্র করে প্রতিদিনই জটলা থাকে। অনেকে আসেন আবেদনের দুই-তিন বছর পরও জাতীয় পরিচয়পত্র না পাওয়ায়। অনেকে আবার আসেন ভুল সংশোধনে জন্য। এখন আবার শুরু হয়েছে স্মার্টকার্ড নিয়ে ভোগান্তি। নিজের নাম, বাবার নাম বা জন্ম তারিখে ভুল!

ভুক্তভোগী একজন বলেন, ২০১৫ সালে উত্তরাতে এনআইডি কার্ড করতে দিয়েছিলাম, এখনও পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাইনি। শাকিল নামে এক ভোক্তভুগী বলেন, ২০১৪ সালে জাতীয় পরিচয়পত্র করতে দিয়ে ছিলাম এখন ২০১৮ সাল, এখনো পর্যন্ত পাই নাই।

অপর একজন ভোক্তভুগী বলেন, ২০১৬ সালে পরিচয়পত্র করতে দিয়েছিলাম এখনো পর্যন্ত পাচ্ছি না।