• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সরকারি ছুটি ‘বাড়লো’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৮, ১৬:৪০

আগামী ২০১৯ সালের জন্যেও একই সরকারি ছুটি বন্দোবস্ত করা হয়েছে। চলতি বছরের মতো সামনের বছরও ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে এর মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। গতবছর যা ছিল ৭ দিন।

সে হিসেবে আগামী বছর ৪ দিন বেশি সরকারি ছুটি ভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। কোন শুক্র ও শনিবার এই ছুটি পড়েনি।

এর বাইরে খসড়ায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর জন্য ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরও ২২ দিন সরকারি ছুটি ছিল, এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। তাই এবার সরকারি কর্মকর্তা-কর্মচারী বেশিদিন ছুটি ভোগ করতে পারবেন বলেও জানান শফিউল আলম।

উল্লেখ্য, ২০১৮ সালেও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি ছিল। এরমধ্যে ৭ দিন পড়েছে শুক্র ও শনিবার।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
জনবল নিয়োগ দেবে বেক্সিমকো, সাপ্তাহিক ছুটি ২ দিন
X
Fresh