• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাস্তায় বাস নেই, মোটরসাইকেলই যখন ভরসা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৮, ১১:১৬

আজ সকালে অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রীতিমত হোঁচট খায় অফিসগামী মানুষ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মিলেনি যাত্রীবাহী বাস কিংবা রিকশা। রীতিমত অনেকেই হেঁটেই রওনা দেয় অফিসে। দেখে যেন মনে হয় হাঁটার প্রতিযোগিতা। এর মাঝে অনেকেই রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে গন্তব্যে যান। তবে রাইড শেয়ারিং অ্যাপসের আওতায় থাকা কোম্পানিগুলো চুক্তিভিত্তিকই বেশি যাচ্ছে।

রোববার রাজধানীর ব্যস্ততম মহাসড়কগুলোতে এমন চিত্র চোখে পড়ে।

রাজধানীর কারওয়ান বাজার, বাংলামটর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, মগবাজারও মহাখালীর মোড়গুলোতে দেখা যায়, অ্যাপস ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের মোটরসাইকেলের দীর্ঘ সারি। অ্যাপসের মাধ্যমে যাওয়া এসব মোটরসাইকেল রীতিমত হাঁক ডেকে যাত্রী তুলছেন। অনেকে আবার অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেল ডাকলেও মোটরসাইকেল চালকরা যাত্রীদের কাছে বাড়তি ভাড়া চাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় অ্যাপস ভিত্তিক কোম্পানিগুলোতে সহজে প্রবেশ করতে পারছেন না যাত্রীরা।

আব্দুর রহিম নামের একজন ব্যাংক কর্মকর্তা কারওয়ান বাজার থেকে মতিঝিলে যাবেন। তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সিএনজি না পেয়ে রাইড শেয়ারিং এ যাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে অ্যাপসে প্রবেশের চেষ্টা করেও পাননি।