• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মধ্যরাতে তরুণীর সঙ্গে পুলিশের বচসা, ডিএমপির বিবৃতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৮, ০৯:০৯

মধ্যরাতে সিএনজি অটোরিকশায় করে যাওয়ার সময় এক তরুণীর সঙ্গে চেকপোস্টে পুলিশ সদস্যদের বাদানুবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাত ৮টার দিকে ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'পুলিশ চেকপোস্টে সিএনজি অটোরিকশা আরোহী এক নারীর সঙ্গে পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।'

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তরুণী পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। এমনকি ভিডিওতে আপত্তিকর কথা শোনা যাচ্ছে। ওই তরুণী অভিযোগ করছেন, পুলিশের এক সদস্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। জবাবে সেই পুলিশ সদস্য বলেন, ‘আপনি কিন্তু এতো বিশ্বসুন্দরী না...'

ভিডিওতে পুলিশ সদস্যদের কথোপকথোন থেকে বোঝা যাচ্ছে, ঘটনাটি রাজধানীর একটি পুলিশ চেকপোস্টে। তবে কোন এলাকায় সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন পুলিশেরই কোনও সদস্য।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে ঢাকায় ঝড়, শিলাবৃষ্টি
বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছাড়ছে যুবারা
X
Fresh