• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উত্তরখানে গ্যাস লাইনে আগুন: মৃতের সংখ্যা বাড়ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৮, ০৯:৫২

রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সুফিয়া বেগম (৫০) নামে আরও এক নারী মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ার ভাতিজা আজিজুল ইসলাম (২৭) মারা যান। সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা (২০)।

চিকিৎসাধীন দগ্ধরা হলেন- সুফিয়ার মেয়ে আফরোজা আক্তার পূর্ণিমা (৩০), পূর্ণিমার ছেলে সাগর (১২), সুফিয়ার ভাতিজি ও আজিজুলের বোন আঞ্জু আরা (২৫) ও তার স্বামী ডাবলু মোল্লা (৩৩), তাদের ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫)।

শনিবার ভোরে ব্যাপারীপাড়া এলাকায় তিনতলা একটি বাড়ির নিচ তলায় ওই অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আট জন দগ্ধ হন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২ 
নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধের মৃত্যু, দগ্ধ ৩
X
Fresh