• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ আটজনের মধ্যে একজনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৮, ১২:১২
ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরখানে একটি বাসায় চুলার গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের মধ্যে মো. আজিজুল (২৭) নামে একজন মারা গেছেন।

শনিবার ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজিজুলের শরীর ৯৯ শতাংশ পুড়ে গেছে। এছাড়া ৬০ থেকে ৯৯ শতাংশ দগ্ধ হয়ে আরও ৭ জন আশংকাজনক অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছেন।

এর আগে শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়া এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ হয়ে তারা দগ্ধ হন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মো. আজিজুল এর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এসআই মো. বাচ্চু মিয়া বলেন, আগুনের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ডাব্লু (৩৩), আনজু (২৫), আব্দুল্লাহ (৫), মুসলিমা (২০), পূর্ণিমা (৩৫), সুফিয়া (৫০) ও সাগর (১২)। এরমধ্যে আনজু ও আব্দুল্লাহ ছাড়া বাকিদের অবস্থা গুরুতর।

চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, দগ্ধ সবার অবস্থা খুবই আশংকাজনক। ৬০ শতাংশের নিচে কেউ পুড়েনি। এরমধ্যে দুই জন ৯০ শতাংশের বেশি পুড়েছে।

ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ভোরে রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে হিট স্ট্রোকে ৫ জনের মৃত্যু
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
X
Fresh