• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টি কমলেই ফের বাড়বে গরম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৮, ১১:২৮
ছবি-সংগৃহীত

চলমান ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বৃষ্টিপাত আজ শনিবারও থাকবে। আগামীকালের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে যাবে। বৃষ্টিপাত কমার পড়েই রোদের প্রখরতায় গরম অনুভব হবে। দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আয়েশা খাতুন শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, অক্টোবর মাসজুড়ে দিন ও রাতে তাপমাত্রা বাড়লেও নভেম্বরে তা কমে শৈত্যপ্রবাহ শুরু হবে।

ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বৃহস্পতিবার ভোরে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় তিতলি।
তবে উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে শুরু করে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে ৮ জন নিহত হন। বিভিন্ন এলাকার রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।