• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভবিষ্যতে গবেষণার জন্য জাতির পিতার বইগুলো মূল্যবান দলিল: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৮, ১৩:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভবিষ্যতে গবেষণা করতে চাইবেন তাদের জন্য জাতির পিতার বইগুলো মূল্যবান দলিল হিসেবে প্রতীয়মান হবে। এই বইয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস-উপমহাদেশের ইতিহাস জানা যাবে।

আজ বৃহস্পতিবার ঢাকার স্প্যানিশ দূতাবাসের উদ্যোগে স্প্যানিশ ভাষায় প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসও স্মরণ করিয়ে দেবে। যারা গবেষণা করতে চাইবেন, তাদের জন্য মূল্যবান দলিল হিসেবে প্রতীয়মান হবে এই বই।

বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলা ভাষার পর স্প্যানিশ ভাষাকে সবচেয়ে মিষ্টি ও শ্রুতিমধুর ভাষা বলতেন জাতির জনক। সেই ভাষায় তার অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি।