• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার কক্সবাজারে যান্ত্রিক ক্রটিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৮, ১৮:৩২

ফের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে যান্ত্রিক ক্রটির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার কক্সবাজার বিমানবন্দরে দুপুর আড়াইটায় ঢাকাগামী ওই এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ে।

এরপর বিকেল ৫টায় মেরামত করে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে।

কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউএস বাংলার ১৪২ নম্বর ফ্লাইটটি দেড়টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে।এরপর দুপুর আড়াইটায় ফ্লাইটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ঢাকা থেকে একদল ইঞ্জিনিয়ার এসে বিমানটির ত্রুটি মেরামত করে। পরে বিকেল ৫টার দিকে ১১৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে কক্সবাজার থেকে বিমানটি ছেড়ে যায়।

এর আগে গেল মাসের ২৬ তারিখ ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট ১৭১ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মূলত পাইলটের দক্ষতায় সে যাত্রায় বেঁচে যান ১৭১ জন যাত্রী।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh