• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঐক্য নিয়ে ভয় নেই, এটি নির্বাচনের জন্য ভালো : শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৪

এত এত জোট হচ্ছে, আমি খুশি। আমি সাধুবাদ জানাচ্ছি। বাংলাদেশে দুটি দল একটি আওয়ামী লীগ আরেকটি আওয়ামী লীগ বিরোধী। আমার কথা হলো শত ফুল ফুটতে দিন। কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবেন কি না, সেই সাহস তাদের আছে কি না, সেটাই দেখার বিষয়। ঐক্য নিয়ে ভয় নেই, এটি নির্বাচনের জন্য ভালো। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে নতুন জোট তৈরি হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখাকে অগ্রাধিকার দেয়। তারা সভা-সমাবেশ করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা সমাবেশের অনুমতি চাইলো, প্রশাসনকে বললাম, অনুমতি দেন। সোহরাওয়ার্দীতেই অনুমতি দেন। কিন্তু তাদের তো প্রস্তুতি নাই।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আওয়ামী লীগের ভোটের বাইরে কেবল আওয়ামী লীগ বিরোধী ভোট আছে।