• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে সড়কে গাড়ি বাঁচাতে উল্টোপথে চালকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭

রাস্তায় শৃঙ্খলা ফেরাতে তৎপর প্রশাসন। এজন্য আইন ভাঙলেই যানবাহনের বিরুদ্ধে মামলা হচ্ছে।

তবে অভিযোগ আছে, অনেক সময় বাস্তবতা না বুঝেই আইনি ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। সড়কে শৃঙ্খলা আনতে আইন প্রয়োগের পাশাপাশি এসব বিষয়গুলোও বিবেচনায় রাখার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা।

খানাখন্দ আর দখলে ভরা রাজধানীর বেশিরভাগ সড়ক। ইচ্ছা থাকলেও, কোথাও কোথাও আইন মানার যেন উপায় নেই চালকদের। এমনই এক অবস্থা ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ থেকে পলাশীর দিকে নামার পরের রাস্তায়। বাঁ দিকের প্রথম রাস্তাটি গর্ত হয়ে এবড়োখেবড়ো হয়ে আছে।

সঙ্গে যোগ হয়েছে ময়লার ভাগাড়।দ্বিমুখী রাস্তা থাকলেও বাধ্য হয়ে গাড়ি বাঁচাতে উল্টোপথে চলতে হয় চালকদের।

বিষয়টি জেনেই যেন মামলার ফাঁদ পেতে গলির মুখে রেকার নিয়ে দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মকর্তারা।

স্থানীয়রা বলছেন, এই পথে চলা গাড়িগুলোর প্রায় সবগুলোকেই মামলার শিকার হতে হয়।

এ তো গেলো পার্শ্বরাস্তার চিত্র। মূল সড়কেও চলছে চেকিং। উন্নত বিশ্বে পরিবহন আইন ভঙ্গ হলে মামলা হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে। আর এখানে হচ্ছে দায়িত্বরতের উপস্থিতিতে!

আইন ভাঙলে মামলা দিতে বাধ্য তারা- বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) মীর রেজাউল আলম। তবে এর প্রবণতা কমাতে চালিয়ে যেতে চান সচেতনতামূলক কার্যক্রম।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আইন মানানোর আগে আইনের যথাযথ পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক। সড়ক বিশেষজ্ঞ বুয়েটের ড. মো. মিজানুর রহমান বলেন, যথাযথ অবকাঠামো নিশ্চিত করা গেলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
X
Fresh