• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কসবায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামলকান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এখন ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে।

ওসি আরও জানান, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক জানান, লাইনচ্যুতির কারণে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস কুমিল্লার শশীদল রেলওয়ে স্টেশনে ও চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস কুমিল্লা ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস আখাউড়া এবং ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ আপলাইন
কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্রী
চার ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক
X
Fresh