• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুরান কেন্দ্রীয় কারাগারে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৭

রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে একটি ভবনের ছাদে বিদ্যুতায়িত হয়ে বিজয় নামে একজন মারা গেছেন।

এসময় সরোয়ার নামে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কারগারের প্রশাসনিক ভবনের পাশে তিন তলা অনুসন্ধান ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আহত পুলিশ সদস্য বিশেষ শাখায় কর্মরত আছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি স্বাভাবিক রয়েছেন। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

চকবাজার থানা পুলিশ জানায়, খালেদা জিয়ার মামলার শুনানি চলায় সকাল থেকেই পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ছিল। কনস্টবল সরোয়ারের দায়িত্ব ছিল অনুসন্ধান ভবনের তৃতীয় তলার ছাদে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দুপুরে আদালতে শুনানির বিরতিতে দেখা যায় তৃতীয় তলার ছাদে এক যুবকের বাম হাত বিদ্যুতের তারের সঙ্গে আটকে আছে। আশপাশে উপস্থিত পুলিশ ফায়ার সার্ভিস এবং হেল্প ডেস্ক ৯৯৯ এ বিষয়টি জানান। এর মধ্যে সড়কের উল্টো পাশের ভবনের ছাদ থেকে একটি বাঁশ অনুসন্ধান ভবনের ছাদে ছুড়ে ফেলা হয়। ছুড়ে ফেলা বাঁশের টুকরো ব্যবহার করে অন্য পুলিশ সদস্যরা বিদ্যুতায়িত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তবে কিভাবে এ দূর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ ।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
X
Fresh