• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিপিডিসির রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের রাতেও ৪ ঘণ্টা লোডশেডিং বনশ্রী-রামপুরায়!

নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩১
ছবি প্রতীকী

দেশে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বাড়ছে। ২০২১ সালের মধ্যে সরকার সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য মতে, গেলো সোমবার নতুন রেকর্ড গড়েছে দেশের উৎপাদিত বিদ্যুৎ। এদিন সন্ধ্যা ৭টার দিকে দেশে ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগের রেকর্ডটি ছিল ১৮ জুলাই। ওইদিন সর্বোচ্চ ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

কিন্তু এত বিদ্যুতের ভিড়েও এক রাতে প্রায় ৪ ঘণ্টা অন্ধকারে কেটেছে রামপুরা-বনশ্রীবাসীর। এ চিত্র গতকাল বুধবার রাত ৮টার পর। এ এলাকা মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতায়। এদিন বিদ্যুৎ সেবা দাতা প্রতিষ্ঠানটি রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করে।

রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা মাজহার উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, আমরা ডিপিডিসির আওতায়। গত প্রায় এক সপ্তাহ এ এলাকায় রাতে ২/৩ ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। প্রায় প্রতিদিনই এমনটি হচ্ছে। গতকাল বুধবারও রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুত ছিল না। এরপর এক পলক এসে আবারও প্রায় এক ঘণ্টা বিদ্যুত নেই। এক রাতে ৪ থেকে ৫ বার লোডশেডিং।