• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রুহুল আমিন ও মোরশেদ খানকে দুদকে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

আজ (বৃহস্পতিবার) দুদক থেকে পাঠানো এক নোটিশে আগামী ১৮ সেপ্টম্বর তাদেরকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

প্রণব কুমার জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রুহুল আমিন হাওলাদারকে তলব করা হয়েছে।

একইদিন বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকেও তলব করা হয়েছে। উপপরিচালক শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে মোরশেদ খান ও তার স্ত্রীকে তলব করা হয়েছে।

প্রণব কুমার জানান, সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের মামলায় মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে তলব করা হয়েছে।

২০১৭ সালের ২৮ জুন এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদি হয়ে বনানী থানায় এই মামলা দায়ের করেন।

আরসি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
X
Fresh