• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জেদ্দা বিমানবন্দর টার্মিনালে পড়ে গিয়ে বাংলাদেশি হাজির মৃত্যু

জেদ্দা প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩

মঙ্গলবার সকালে জেদ্দা বিমানবন্দরে হঠাৎ পড়ে গিয়ে বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। বাড়ি নওগা জেলায়। তিনি স্ত্রী সহ পবিত্র হজ পালন করতে সৌদি আরব এসেছিলেন।

মোহাম্মদ আব্দুল হামিদের পাসপোর্ট নাম্বার - BM0811681. হজ পালন করতে আসা রিক্রুটিং এজেন্সির নম্বর Agency: 1017 (R1A45B645B).

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে সৌদিয়া এয়ার লাইন্সের SV 3852 ফ্লাইটে বাংলাদেশ যাওয়ার জন্য ফ্লাইট এর সকল প্রস্তুতি শেষ করে ফ্লাইটের চেক-ইন শুরু হওয়া মাত্র উঠে দাঁড়িয়ে তিনি ভেতরে যাওয়ার জন্য দুই কদম যেতেই হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে জেদ্দা বিমানবন্দর সিভিল এভিয়েশন ও জেদ্দা হজ টার্মিনালের মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এসময় সাথে থাকা আব্দুল হামিদের স্ত্রীর কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। পবিত্র হজ পালন শেষে বাড়ি যাওয়ার ঠিক আগ মুহূর্তে আব্দুল হামিদের মৃত্যুতে বিমানবন্দরের সবার চোখেই পানি চলে আসে।

এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে আসা ১২৪ জন হাজির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দর এলাকায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা
X
Fresh