• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎ বিভ্রাটে মুলতবি সংসদের অধিবেশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫০

বিদ্যুৎ বিভ্রাটের কারণে আজ মঙ্গলবার সংসদ অধিবেশন মুলতবি করা হয়। শুধু প্রশ্নোত্তরপর্ব শেষ করে অধিবেশন বুধবার বিকাল ৫টা পর্যন্ত সংসদ মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট হয়। এ সময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জানান, ন্যাশনাল গ্রীডে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন চলাকালীন বিকেল সোয়া ৫টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে জেনারেটর দিয়ে দিনের কার্যকম চালাতে অসুবিধা হচ্ছিল। তাই অধিবেশন স্থগিত করা হয়।

তিনি বলেন, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়।

জানা যায়, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র থেকে সংসদ ভবনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু সেখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংসদ ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়। ফলে ভবনে ইন্টারনেটসহ সকল সংযোগে বিভ্রাট ঘটে।

তবে অধিবেশন মুলতবি ঘোষণার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ আসতে শুরু করে।

আরও পড়ুন :

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচঢালাই!
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে : ডেপুটি স্পিকার
সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর জন্মবার্ষিকীতে আলোচনা সভা
X
Fresh