• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৯
ছবি-সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানায় চাঁদাবাজির একটি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী জায়েদুর রহমান জামিনের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা বজলু্র রহমান (উপ-পরিদর্শক) একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ফের রিমান্ড চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোজাম্মেলের পক্ষে জামিনের শুনানি করেন জায়েদুর রহমান ও জ্যোতির্ময় বড়ুয়া।

গেল বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন মিরপুর মডেল থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, দুলাল নামের এক ব্যক্তি মোজাম্মেলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন :

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
‘ভাড়া ৩ পয়সা কমানো যাত্রী সাধারণের সঙ্গে তামাশার শামিল’  
বাস ভাড়া কমানোর দাবি
ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৫৫৫ প্রাণ
X
Fresh