• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ডিএনসিসির কোনো নির্দেশনা মানছেন না ট্রাক চালকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৫

রাস্তায় ট্রাক না রাখতে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ট্রাক মালিক ও চালকদের সঙ্গে কয়েক দফা বৈঠক ও চিঠি চালাচালি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু কোনো কথা বা অনুরোধ কর্ণপাত করছেন না তারা। প্রতিদিনই রাস্তার ওপর ট্রাক রেখে দীর্ঘ যানজটের সৃষ্টি করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সাতরাস্তা মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সারি সারি ট্রাক ও কার্ভাডভ্যান পার্কিং করে রাখতে দেখা যায়।

ট্রাক স্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গাটির বাইরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে ট্রাক, লরি, কাভার্ডভ্যান। তেজগাঁও রেলগেইটের সিগন্যালের পর এই যানজট ছড়িয়ে পড়ছে ওই ট্রাক মালিক ড্রাইভার ইউনিয়ন কার্যালয় পর্যন্ত।

পরিস্থিতি দেখে মাহামুদ নামের ব্যাংক কর্মকর্তা বলেন, মেয়র সাহেব, রাস্তাটিকে সুন্দর ও সুশৃঙ্খল করে তুলেছিলেন। কিন্তু তিনি মারা যাওয়ার এক মাস পার হতে না হতেই আবারও দখল হচ্ছে এলাকাটি। ভাবতেই অবাক লাগে। সরকারের দোষ দিয়ে লাভ কি, দোষ তো আমাদের।