• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দোহার থেকে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে র‌্যাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৭

ঢাকার দোহার উপজেলায় ২০০টি সোনার বার সহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে উপজেলার মৈনট ঘাট এলাকা থেকে জব্দ হওয়া এ সোনার বারের ওজন প্রায় ২২ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা।

আটক ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. ফিরোজ (৩৪), একই উপজেলার মদনখালী গ্রামের মো. সিদ্দিক (৪৬), মো. মিজান (৩৪) এবং একই গ্রামের মো. আমিনুল ইসলাম (৪০)।

র‌্যাব-১১ মুন্সীগঞ্জ বালাশুরের ক্যাম্প কমান্ডার এএসপি মুহিতুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জ আদমজীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আশিক বিল্লাহ এবং মুন্সীগঞ্জ বালাশুর ক্যাম্পের কমান্ডার এএসপি মুহিদুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, মৈনট ঘাট দিয়ে সোনার বার চালান হবে- এমন গোপন খবরে র‌্যাব-১১ একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় আসা পাঁচ যাত্রীকে আটক করা হয়।

পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ২০০ বার সোনা এবং নগদ ২৬ হাজার টাকা পাওয়া যায়।

আরও পড়ুন :

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
সেই ইজিবাইকচালকের পাশে দাঁড়াল র‌্যাব
গৃহবধূ হত্যা মামলার ৩ পরিকল্পনাকারী ঢাকায় গ্রেপ্তার
X
Fresh