• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গুলিস্তানে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ৮ নম্বর বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসের সাত যাত্রী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।

আজ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আলামিন (২৫), শামসুল হক (৫২), রফিক (৪০), পরীবানু (৪০), কামাল (২০), ইসমাইল (৪০), সজল (২৫)।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে জানান, সকাল সাতটার দিকে তাদের হাসপাতালে আনা হয়। বাসটি সায়েদাবাদ থেকে গাবতলী যাচ্ছিল। জিরো পয়েন্টের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এরপর চালক ও হেলপার পালিয়ে যান।

শাহাবাগ থানার ইন্সপেক্টর মাহাবুবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, মিনিবাস এবং কাভার্ড ভ্যান দুইটি জব্দ হয়েছে। এ ঘটনায় শাহাবাগ থানায় একটা মামলা করা হয়েছে ।

আরও পড়ুন :

আরসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh