• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বর্ণ চোরাচালানকারী মোহাম্মদ আলীর ‍বিরুদ্ধে চার্জশীট অনুমোদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৪

৪০ কোটি ৯১ লাখ ৩৭৫ টাকা পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত স্বর্ণ চোরাচালানকারী শেখ মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ আলীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে রমনা মডেল থানায় করা মামলায় চার্জশিটের অনুমোদন দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

বিষয়টি দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলীর বর্তমান ও স্থায়ী ঠিকানা ঢাকার পুরানা পল্টনে।

দুদকের তথ্য মতে, আসামি শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলী দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৩০ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৬২৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের ঘোষণা দেন।

কিন্তু তদন্তকালে দেখা যায়, তার নামে গোপনকৃত ও জ্ঞাত আয় বহির্ভূত ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার সম্পদ রয়েছে। যার মধ্যে রাজউকের পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা জমি যার মূল্য ৩০ লাখ টাকা ও সিলেট শহরে ৬ তলা বাড়ী; যার মূল্য ৯৫ লাখ ১১ হাজার ৩৭৫ টাকা এবং ৬১.৫৩৮ কেজি স্বর্ণ রয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা 
X
Fresh