• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাল ভিসায় মানব পাচার, আটক ৯

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জাল ভিসা তৈরি করে ও মানবপাচারের দায়ে ৯ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিকুঞ্জ-২ এর ১০ নং রোডের ১০ নম্বর বাড়ির ৫ম তলা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে সিআইডি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন; শরীফুল ইসলাম সজীব, গোলাম মোস্তফা, মোকলেছুর রহমান, আসাদুল হক, আলতাফ হোসেন ওরফে রাজীব, আসাদুজ্জামান বাবু ওরফে আজীজ, আব্দুল কাদের সরকার ওরফে নুরন্নবী ওরফে রতন, আবুল কালাম আজাদ ওরফে হাসান ওরফে বুলেট ও জাহাঙ্গীর আলম।

এসময় আটককৃতদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট, যার মধ্যে ৯টি জাল ভিসাসহ। ১০টি বিভিন্ন দেশের জাল ডিমান্ড লেটার, ২টি সিল, ৭ লাখ ৯৫ হাজার টাকা, বিভিন্ন যাত্রীদের নামের তালিকা ও যাত্রীর নিকট হইতে জমাকৃত টাকার রেজিস্টার, মনিটরও বিভিন্ন মডেলের মোবাইল জব্দ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ পুলিশ সুপার (এসপি) এনামুল কবির এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, সেবা ট্রাভেলস এজেন্সি খুলে আটককৃতরা অসাধুভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিদেশে লোক পাঠানোর কথা বলে জাল-জালিয়াতির মাধ্যমে জাল ভিসা, জাল স্মার্ট কার্ড প্রস্তুত করে নিজ দখলে রেখে নিরীহ লোকজনের নিকট থেকে প্রতারণা মূলকভাবে টাকা আত্মসাৎ করতো।

তিনি আরও জানান, চক্রটি বিভিন্ন যুবককে বিদেশি চাকরির নামে পাঠানোর নাম করে মোটা অংকের টাকা নিয়েছে। কুয়েত পাঠানোর নাম করে সাত যুবকের কাছে চক্রটি ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি বলেন, উপ-পুলিশ পরিদর্শক গৌতম কুমার শীল বাদি হয়ে খিলক্ষেত থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-০৪, তারিখ-০৫/০৯/২০১৮। ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(৩) ধারায় মামলা রুজু হয়।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
দেশে ফিরছেন আরও ১৪৪ লিবিয়া প্রবাসী
X
Fresh