• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অপরিশোধিত পানি বোতলজাত করায় ৩ কোম্পানিকে জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১

মিনারেল ওয়াটারের নামে সরাসরি লাইনের পানি বোতলে ভরে বিক্রি করায় তিন কোম্পানিকে জরিমানা ও দুই কোম্পানিকে সীলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার র‌্যাব-৪ এর প্রতিনিধি মেজর মাসুদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজধানীর মিরপুর এলাকায় এই অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে আরও কোম্পানির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরণের পরিশোধন না করে এবং ওয়াসার পানি চুরি করে এই কোম্পানিগুলো পানি বাজারজাত করে আসছিল।

কোম্পানিগুলো পরিদর্শন করে এর সত্যতাও পাওয়া যায়। এজন্য তিনটি পানির কারখানাকে সীলগালা করা হয়েছে। দুইটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি কারখানাকে এক লাখ টাকা ও অপর কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে ।এছাড়া দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন :

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh