• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কাল আনুষ্ঠানিকভাবে আকাশে উড়বে আকাশবীণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৪

বাণিজ্যিকভাবে গত শনিবার (১ সেপ্টেম্বর) যাত্রী নিয়ে কুয়ালালামপুর যাওয়ার সময় নির্ধারণ ছিল দেশের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ বোয়িং ‌৭৮৭ ড্রিমলাইনার ‘আকাশবীণার’। কিন্তু তা পিছিয়ে তারিখ ঠিক করা হয় ৫ সেপ্টেম্বর, বুধবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়োজাহাজ আকাশবীণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আগামীকাল বুধবার বেলা ১২ টায়।

বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বুধবার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে আকাশবীণা।

বিমান বাংলাদেশ জানায়, ড্রিমলাইনার দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।