• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শর্ত ভঙ্গকারী হজ এজেন্সির লাইসেন্স বাতিলের সুপারিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১

হজযাত্রী পরিবহণে শর্ত ভঙ্গকারী এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

সোমবার(৩ সেপ্টেম্বর ২০১৮) সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান এবং সাবিহা নাহার বেগম।

সভায় আরও কয়েকটি বিষয়ে সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে আছে, চট্টগ্রাম বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য গঠিত ৪নং সাব-কমিটির প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনের কপি মন্ত্রণালয়ে পাঠানো।