• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাবিতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা সমস্যা নিয়ে দুইদিনের আন্তর্জাতিক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ সেমিনারটি আয়োজন করেছে।

সম্মেলনের কৌশলগত অংশীদার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল, ব্রুনেই, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

আজ শনিবার বেলা সাড়ে তিনটায় ‘রোহিঙ্গা: পিলিটিকস, এথনিক ক্লিনজিং অ্যান্ড আনসারটেইন্টি’ শিরোনামে এই আন্তর্জাতিক সেমিনার শুরু হবে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সেমিনার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব হংকংয়ের সহযোগী অধ্যাপক মিজ কেলি লপার।
-------------------------------------------------------
আরও পড়ুন : শিশুদের ঘাড়ে পা দিয়ে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফায়দা নিতে চেয়েছিল: প্রধানমন্ত্রী
-------------------------------------------------------