• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গেও আলোচনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ১৬:০৩

বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দুই দিনের সফরে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে অর্থনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে সেজন্য রোহিঙ্গা বিষয়ে আলোচনা প্রস্তাব তুলতে হবে। জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সালে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনা হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিমসটেক একটি আঞ্চলিক সংস্থা। এখানে অর্থনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়ে থাকে। তবে সেখানে রোহিঙ্গা প্রসঙ্গ তুললে তা নিয়ে আলোচনা হতে পারে।

শাহরিয়ার আলম বলেন, বিমসটেক সম্মেলনে ৩০ ও ৩১ আগস্ট প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের বিষয়ে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন মিয়ানমার প্রত্যাখ্যান করলেও কিছু যায় আসে না। কারণ রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি আজ বিশ্ব সভায় প্রতিষ্ঠিত।

সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে গ্রিড সংযোগ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইংসহ অন্য ছয় শীর্ষ সেনা জেনারেলকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জাতিসংঘ এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই চলতি সপ্তাহে বেশ চাপের মুখে রয়েছে মিয়ানমার। রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে বলে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ চায় বেলারুশ
যে বিষয়ে কথা বললেন ভারত-বাংলাদেশের দুই পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh